Team #PremDotCom presents Season 2’s first original song ‘Iti Priyo’ as a part of Episode 2 #Protyaborton. Song Credits – Title: ‘Iti Priyo’ Vocals: Somak Lyrics & Composition: Prantik&Piya Arrangement: Sayak & Babu Sarkar Visuals: Alto Connect with Prantik&Piya Facebook: https://www.facebook.com/prantikpiya Iti Priyo Lyrics: লুকোচুরি শব্দের ভীড়, মুখচোরা মন অস্থির খামে মোড়া বেনামি চিঠির গল্প এলোমেলো সব, পাতার গন্ধে হঠাৎ, মনে পড়ে খাতা ভরা প্রেম অল্প কলমের কালি লাল নীল, চিঠি জুড়ে কথার মিছিল, অভিমান আর ভালোলাগা থাকতো ডাকবাক্সের, কড়া নেড়ে খোঁজ রাখা রোজ চুপি চুপি বইয়ের ভাঁজে জমতো তোমাকে বলছি শোনো.. ভালো থেকো চিঠি লিখো শেষের পাতায় নাম লিখো ইতি প্রিয় অগোছালো দুপুরের ঘুম, ইশারায় হাতছানি খুব না বলা কাব্য রেখেছি লুকিয়ে আবছায়া যেই, তুমি কিছু বলার আগেই বৃষ্টিরা নামতো আমায় ভিজিয়ে বিছানায় পাশ ফেরা ঘুম, ভোর রাতে চাঁদ নিঝ্ঝুম পেয়েছি তোমাকে আজ হারিয়ে আলো আঁধারী, কতো চেনা রাস্তা সবই হাত ধরা হয়নি পাশে দাঁড়িয়ে তোমাকে বলছি শোনো.. ভালো রেখো দূরে থেকো মুঠো খুলে উড়তে দিও ইতি প্ৰিয় Enjoy and stay connected with us!! Subscribe to us : http://bit.ly/SubscribeMirchiBangla Like us on Facebook https://www.facebook.com/MirchiBangla/ Follow us on Instagram https://www.instagram.com/mirchibangla/